বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার সরকারি কলেজের মেধাবী মুখ “ছায়েম – বাঁচতে চায়, প্রবাসী ও বিত্তবানদের সাহায্য কামনা

ভাগ্যের নির্মম নিষ্ঠুরতা যেন ডানা মেলে বসেছে টগবগে তরুণ ছায়েমের এক সাথে উভয় কিডনী, লান্সে পানি, শরীরে প্রোটিন ও লবনের অভাব সহ বিভিন্ন জটিল রোগ কাঁধে নিয়ে লড়াই করে যাচ্ছে ।

তাইতো এই জীবন যুদ্ধে সুস্থতার স্বস্থিতে এতটুকুও ছায়া মিলছেনা । শেষমেষ মধ্যেবিত্ত পরিবারের সেই ছায়েম এর হাপিয়ে উঠার গল্প।

আজ ঠাই নিয়েছে বিশ্বায়নে সকল প্রবাসী ও বৃত্তবানদের সাহায্যের দোয়ারে। তাইতো ছেলেকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সমাজের বৃত্তবানদের আর্থিক সহযোগীতা কামনা করেছেন, তার বাবা, মানুষ মানুষের জন্য।

জীবন জীবনের জন্য। ছায়েম বাচঁতে চায়। চারখাই মধুর-চক গ্রামের এক দিনমজুরের ছেলে ছায়েম আহমদ। তার এক সাথে উভয় কিডনী, লান্সে পানি, শরীরে প্রোটিন ও লবনের অভাব জনিত শারীরিক রোগে, চরম জটিলতায় ভোগতেছে।

প্রথমে সিলেট রাগীব রাবেয়া হসপিটালে ভর্তি ছিল। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে চিকিৎসারত অবস্থায় ভর্তি আছে। তার চিকিৎসার জন্য বড় অঙ্কের সাহায্যের প্রয়োজন। তাই সমাজের বিত্তবানদের প্রতি রইলো আকুল সাহায্যের আবেদন।

রোগীর নাম: ছায়েম আহমদ
গ্রাম: আদিনাবাদ – মধুরচক
ডাকঘর: চারখাই ৩১৭৫
উপজেলা: বিয়ানীবাজার
জেলা: সিলেট।

পেশা: ছাত্র: বিয়ানীবাজার সরকারি কলেজ।
পিতা: হারুন উদ্দিন
পিতার মোবাইল: 01715931823

Back to top button