বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে শীতের কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা

মহসিন রনি- প্রতি বছরের মতো এবার শীতের তীব্রতা বেড়েই চলছে, আর সেই তীব্রতার মোকাবিলা করতে প্রতিদিনই বাজারে ফুটপাত সহ নামে দামি শপিংমল গুলোতে ভীড় জমাচ্ছেন সকল শ্রেণীর ক্রেতারা। বিয়ানীবাজারে ফুটপাতে বেশির ভাগ শ্রমজীবী মানুষেরা ভীড় জমাচ্ছেন,আর নামি দামি শপিংমল গুলোতে বেশিরভাগ প্রবাসী পরিবারের সদস্যরা ভীড় জমাচ্ছেন। তবে শীতের কাপড় কিনলেও দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।

বিয়ানীবাজারের বেশ কয়েকটি শপিংমল ঘুরে দেখা যায় এ বছর শীত তীব্রতা রুখতে নতুন নতুন কাপড় নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। তারা জানান করোনা ভাইরাস এর কারনে এ বছর দাম একটু বেশি তবে ক্রেতাদের মানসম্মত পূন্য দিতে পেরে তারা আনন্দিত।

ফুটপাতে শীতের জামা কিনতে আসা রিকশা চালক আনোয়ার বলেন, দাম গত বছরের তুলনায় একটু বেশি পরিবার এবং নিজের জন্য শীতের কাপড় কেনার জন্য এসেছেন।

শীতের এ মৌসুমে শীতবস্ত্রের দাম কমার আশায় এখনো বাজারে কাপড় কিনতে আসেননি অনেক দরিদ্র শ্রমজীবীরা। তাই তো তাদের জন্য হলে শেষ সময় কিছুটা হলেও দাম কমবে এমনটাই আশা সকলের।

Back to top button