বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিয়ানীবাজারঃ সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

‘গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় পৌরশহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে এক পথসভায় মিলিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) বিয়ানীবাজার উপজেলা ও স্থানীয় ট্রাফিক বিভাগের যৌথ আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

নিসচা বিয়ানীবাজার’র আহবায়ক সাংবাদিক সুফিয়ান আহমদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন নিসচা বিয়ানীবাজার’ উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মিলাদ মো. জয়নুল ইসলাম, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, নিসচা বিয়ানীবাজার’র যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু লোদী।

নিসচা বিয়ানীবাজার’র সদস্য সচিব শফিউর রহমানের সঞ্চালনায় পথসভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন নিসচা বিয়ানীবাজার’র কার্যনির্বাহী সদস্য হাসান আল মামুন। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আবু তাহের রাজু।

পথসভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও সময়ের পরিক্রমায় আজ তা জাতীয় পর্যায়ের আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে। এ জন্য চালক ও পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে।

বক্তরা আরও বলেন, গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার কন্ট্রাকটারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা রোধে আরও বেশি কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা বিয়ানীবাজার কার্যনির্বাহী সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম সাজু, কবির হোসেইন, শামীম আহমদ, মাসুদ আহমদ, মোহাম্মদ রাফি, মিসবাহ উদ্দিন, সালমান আহমদ রাফি, জাহিদ উদ্দিন লোদী, সাইদ আহমদ, আমিনুল ইসলাম, জুয়েল আহমদ, আব্দুল কুদ্দুসসহ নিসচা বিয়ানীবাজার’র সদস্যবৃন্দ।

Back to top button