জুড়ী

জুড়ীতে গাঁজা উদ্ধারের জেরে ইমামকে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের জুড়ীতে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধারের জেরে এক মসজিদের ইমামকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জায়ফরনগর ইউনিয়নের মনতৈল এলাকার ভজিটিঁলা মাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজার সংলগ্ন সুফি জোবেদ আলী মসজিদের ইমাম নুর উদ্দিন বুধবার জোহরের নামাজের পর মাজারের নিকটবর্তী একটি জায়গায় নফল নামাজ পড়ে দোয়া করছিলেন। দোয়ারত অবস্থায় ভোগতেরা এলাকার কাঠমিস্ত্রী শাহ আলম আরও দুইজনকে সঙ্গে নিয়ে নুর উদ্দিনের ওপর হামলা চালান। এতে নুর উদ্দিনের হাতের রগ কেটে যায় ও বুকে আঘাত পান। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

মসজিদের ইমাম নুর উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘শাহ আলম প্রথমে আমাকে থাপ্পড় মারেন এবং মসজিদের চাকরি ছাড়তে বলেন। এরপর তিনি খুরের মধ্যে ব্লেড লাগিয়ে আমার গলায় আঘাতের চেষ্টা করেন। এসময় আমি হাত দিয়ে প্রতিহত করি। এতে আমার দুই হাতের রগ কেটে যায়। এসময় শাহ আলমের সঙ্গীদের মধ্যে একজন আবারও আমাকে খুর দিয়ে আঘাত করেন। আমি তখন জীবন বাঁচাতে সেখান থেকে দ্রুত পালিয়ে আসি। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।’

তিনি আরও জানান, কয়েকদিন আগে তিনি মাজারের খাদেম সিদ্দেক আলীর ঘর থেকে গাঁজাসহ কিছু সরঞ্জামাদি উদ্ধার করে কমিটির সভাপতির কাছে দেন। হামলার সময় উদ্ধারকৃত সেই গাঁজা ও সরঞ্জামাদি চান হামলাকারীরা।

তিনি অভিযোগ করে বলেন, ‘মাজারের খাদেমসহ কয়েকজন গাঁজা সেবন করেন। মূলত গাঁজা উদ্ধার করায় এই হামলা চালানো হয়েছে।’

মাজারের খাদেম সিদ্দেক আলীর সঙ্গে কথা হলে তিনি প্রতিদিন গাঁজা সেবনের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ইমাম ওপর হামলার ঘটনার বিষয়ে কিছু জানি না। আমাকে ফাঁসাতে এ ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে।’

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ইমামকে মসজিদের ২০ গজ দূরে রওজার পাশে খুর দিয়ে আঘাত করা হয়। পরে আমরা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেই। পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) মামলা করব।’

তিনি আরও জানান, চার মাস থেকে ইমাম নুর উদ্দিন এই মসজিদে আছেন। ইমামের বাড়ি কুলাউড়া উপজেলার নমৌজা এলাকার সঞ্জরপুর গ্রামে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী রাত ১২টায় জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Back to top button