জুড়ী

জুড়ীতে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক-মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে সোনালি পাকা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সুখের হাসি ফুটে উঠেছে। প্রতিটি ক্ষেত যেন সোনালি রঙের চাদর দ্বারা আবৃত। নয়ানাভিরাম সোনালি রঙে রাঙিয়ে তুলেছে মাঠের পর মাঠ। প্রকৃতি সেজেছে হলুদ রঙে। এ যেন শত দুঃখ-কষ্টের পরেও একটু সুখের ছোঁয়া।উপজেলার সীমান্তবর্তী এলাকায় ছোট-বড় পাহাড়ের পাশে আমন ধানের সোনালী ফসল যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। গত বছরের তুলনায় চলতি আমনের মৌসুমে ফলন ভালো ও দাম বেশি পাওয়ার আশায় কৃষকও বেশ খুশি।

সরেজমিনে গিয়ে উপজেলার শিলুয়া, মাগুরা, বড়ইতলি, গোয়ালবাড়ী, নয়াবাজার, উত্তর বড়ডহর, সাগরনালসহ অধিকাংশ মাঠে গিয়ে আমনের বাম্পার ফলন চোখে পড়ে।ধানের মাঠগুলোতে আপন মনে কৃষক যেন নিজ হাতে গড়ে তুলেছেন সোনালী ফসলের মাঠ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ৮৪৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে।এ উপজেলায় ব্রিধান ৭১, ব্রিধান ৭২, ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, বিনা ধান ১৬, বিনা ধান ১৭ এ আধুনিক ধান গুলো উপজেলায় সম্প্রসারিত করা হয়েছে। কৃষি অফিসের মাধ্যমে নিয়মিত কৃষকদের উঠান বৈঠক, মাঠ দিবস, প্রশিক্ষণ, কৃষক মাঠ মাঠ স্কুলের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলার মাগুরা গ্রামের কৃষক কাদির মিয়া বলেন, এ বছর তিন বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। জমির ধান ভালো হয়েছে।সোনালী ধান পেয়ে আমি খুশি। সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামের কৃষক আহসান আলী বলেন, চলতি মৌসুমে ১০ বিঘা জমিতে ধান চাষ করেছি। পোকা- মাকড়ের আক্রমণ ও রোগ বালাই কম হওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর ফলন ভাল হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আমরা আশা করছি অত্র উপজেলায় ৩৬৩০৬ মেট্রিক টন ধান উৎপন্ন হবে।তাছাড়া লক্ষমাত্রার চেয়েও এ বছর ফলন বেশি হয়েছে। কৃষকদের ধান চাষ ও ধান সংগ্রহের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে প্রশিক্ষণ দেওয়ায় আমন ধান চাষে কৃষক অনেক লাভবান হচ্ছে।বর্তমানে বাজারে ধানের দাম ভালো হওয়ায় জুড়ী উপজেলার কৃষকের মুখে হাসি ফুটেছে।

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, এবছর জুড়ী উপজেলায় আমনের ভালো ফলন হয়েছে। উপজেলায় বেশকিছু কৃষি জমি যেগুলোতে আগে কৃষি উৎপাদনে ব্যবহার হতো না এই জমিগুলো কৃষির আওতায় এসেছে। করোনা ভাইরাসের কারণে জনসাধারণের মধ্যে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল কিন্তু আমনের বাম্পার ফলনের মাধ্যমে এ আশঙ্কা অনেকটা দূর হয়ে গেছে।

Back to top button