জুড়ী

জুড়ীতে রাস্তার হাল বেহাল! প্রতিবাদে অবরোধ

মনিরুল ইসলাম,জুড়ী-মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী টু ফুলতলা রাস্তার নতুন কার্পেটিং সহ স্থায়ী নির্মাণে সরকারের ৭৯ কোটি টাকা ব্যয়ে সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের ধীর গতির ফলে জনগণের ভোগান্তি এখন চরমে।

রাস্তা এখন বেহাল।এ রাস্তাটি চলাচলের অযোগ্য দীর্ঘ প্রায় এক বছর ধরে। সড়ক নির্মাণে কাজের ধীর গতির ফলে এ সড়কে চলাচলকারী হাজার হাজার জনগণের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। জনগণ ইতিমধ্যে উপজেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা পাচ্ছেন না। এবার জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো।

অবিলম্বে রাস্তার কাজ দ্রুত করার দাবিতে বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জুড়ী টু ফুলতলা সড়কের ভবানীপুর নামক স্থানে স্থানীয় জনতা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে সড়ক অবরোধ করেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, ছাত্রলীগ নেতা আরিফ সহ শত শত জনতা।

এই রাস্তা ব্যবহারকারী এলাকার বাসিন্দারা বলছেন, জুড়ী টু ফুলতলা সড়কের প্রায় সতেরো কিলোমিটার রাস্তা বেশ কয়েক মাস ধরে বেহাল হয়ে রয়েছে। সংস্কারের অভাবে রাস্তা খানাখন্দে ভরে উঠেছে। বাস-সিএনজি চলাচল তো দূরের কথা মোটর সাইকেলে যাতায়াত করতেও অনেকটা হিমশিম খেতে হচ্ছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে।রোগীদের এ রোড দিয়ে নিয়ে যাওয়াই দায় হয়ে উঠেছে।

সড়ক অবরোধে নেতৃত্ব দানকারী যুবলীগ নেতা আহমদ কামাল অহিদ বলেন,দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহলে এই রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে আসা হচ্ছে।ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলার কারণে অনেক আশ্বাস মিললেও কাজের কাজ কিছু হয়নি।তাই রাস্তার কাজ দ্রুত শুরুর দাবিতে পথ অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি।অবশেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত রাস্তার কাজ করার আশ্বাসে আমরা অবরোধ তুলে নেই।

দীর্ঘক্ষন পথ অবরোধের কারণে সমস্যায় পড়েন অনেকেই। তবে দুর্ভোগে পড়েও এই সড়কে চলাচলকারী সকলেই এই প্রতিবাদকে সমর্থন জানান।বাস চালকরা বলছেন, রাস্তার বেহাল দশার ফলে বাস চালানো দায় হয়ে উঠেছে।গাড়ির যন্ত্রাংশ খুলে পড়ে যাচ্ছে। রাস্তায় বিকল হয়ে যাচ্ছে গাড়ি। খারাপ রাস্তার কারনে বাস উল্টে যেকোন দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসন অবিলম্বে এই রাস্তা সংস্কারে উদ্যোগী হোক।

ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন এর প্রজেক্ট ম্যানেজার আসাদুজ্জামান আসাদ বলেন, এ সড়ক নির্মাণে আমাদের কাজ চলমান রয়েছে।আগামী ১৫ দিনের মধ্যে সড়কের কার্পেটিং এর কাজ দ্রুতগতিতে শুরু হবে।আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই সড়কের নির্মাণ কাজ শেষ হবে।

সড়ক ও জনপথ বিভাগ কুলাউড়ার উপ-সহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা বারবার কাজ দ্রুত করার জন্য তাগদা দিচ্ছি। আগামী জুন মাসের মধ্যে এ সড়কের নির্মাণ কাজ শেষ করার সীমাবদ্ধতা রয়েছে।নির্দিষ্ট সময়ের মধ্যে সড়কের নির্মাণ কাজ শেষ করতে না পারলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আজ থেকেই তাদের কাজ শুরু করে দিয়েছেন।

Back to top button