সুনামগঞ্জ

জগন্নাথপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তাদীর মুক্তা

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা।

মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়নের প্রার্থিতার বিষয় প্রকাশের পর রাতে তিনি তার সিদ্ধান্তের কথা জানান।

উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনকে। আকমল হোসেন গতবারও নির্বাচন করে বিএনপির প্রার্থী আতাউর রহমানের কাছে পরাজিত হন।

মুক্তাদীর আহমদ মুক্তা বলেন, আওয়ামী লীগের মনোনয়নে নেতাকর্মীরা হতাশ হয়েছে। প্রার্থী পরিবর্তন করা হবে, এমনটাই চেয়েছিল সবাই, কিন্তু সেটা হয়নি। নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ এবং জনগণের চাপে আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মুক্তা বলেন, জগন্নাথপুরের রাজনৈতিক ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষা করা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা দায়িত্বের অংশ। আমি জনগণের ডাকে সাড়া দিচ্ছি। এ জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

দুবৃর্ত্তায়নের বিরুদ্ধে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি কাজ করতে চাই, যোগ করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ৬ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।

Back to top button