জকিগঞ্জ

জকিগঞ্জে প্রতীক পেয়ে ভোটের মাঠে প্রার্থী-সমর্থকরা

বিশেষ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হয়েছে। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করে দেয়া হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে সিলেটে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের তাঁর কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

প্রতীক বরাদ্দে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন পেয়েছেন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার ধানের শীষ, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ জগ পেয়েছেন, উপজেলা যুবলীগের আহবায়ক (পদত্যাগী) বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ নারিকেল গাছ, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মালেক ফারুক পেয়েছেন লাঙল, বিএনপির বিদ্রোহী প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা পেয়েছেন চামচ, স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমান পেয়েছেন মোবাইল, স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম পেয়েছেন হ্যাঙ্গার প্রতীক।

কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আব্দুল জলিল পাঞ্জাবী, আবুল কালাম উটপাখি, মুনিম আহমদ আনারস, ২ নং ওয়ার্ডে আব্দুস সালাম উটপাখি, মাসুদ আহমদ ডালিম, আব্দুশ শহীদ পাঞ্জাবী, মস্তফা আহমদ পানির বোতল, শংকু কান্তি শর্মা ফাইল কেবিনেট, মো. রুহুল আমিন টেবিল ল্যাম্প, ৩ নং ওয়ার্ডে রিপন আহমদ পানির বোতল, আবুল কালাম উটপাখি, ৪ নং ওয়ার্ডে মুহিবুর রহমান পানির বোতল, শাহাব উদ্দিন শাকিল পাঞ্জাবী, মাহবুবুর রহমান উটপাখি, ৫ নং ওয়ার্ডে ছমির উদ্দিন পাঞ্জাবী, কামরুজ্জামান কমরু উটপাখি, ৬ নং ওয়ার্ডে লবিবুর রহমান পানির বোতল,

আখতারুজ্জামান রাজু টেবিল ল্যাম্প, মোস্তাক আহমদ ব্ল্যাকবোর্ড, দেলোয়ার হোসেন নজরুল ডালিম, শিব্বির আহমদ উটপাখি, আলমগীর হোসেন পাঞ্জাবী, ৭ নং ওয়ার্ডে ফয়ছল আহমদ মাখন ব্ল্যাকবোর্ড, আছদ্দর আলী পাঞ্জাবী, নাজু আহমদ উটপাখি, হেলাল আহমদ টেবিল ল্যাম্প, সাইদুল ইসলাম পানির বোতল, ৮ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন উটপাখি, এহসান আহমদ পানির বোতল, শামিম আহমদ পাঞ্জাবী, ৯ নং ওয়ার্ডে আতাউর রহমান আতাই উটপাখি, আমাল আহমদ পানির বোতল, হোসেন আহমদ পাঞ্জাবী প্রতীক পেয়েছেন। সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ওয়ার্ডে সুনন্দ শুল্কা অটোরিক্সা, জোসনা খানম আনারস, তাছনিমা আক্তার জোসনা জবাফুল, সংরক্ষিত ২ নং ওয়ার্ডে রোসনা আক্তার চশমা, দিলওয়ারা বেগম অটোরিক্সা, মনারা বেগম জবাফুল, জাহানারা বেগম আনারস, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে রীনা আক্তার আনারস, সালেহা বেগম চশমা প্রতীক বরাদ্দ পান।

প্রতীক হাতে পেয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর সমর্থকরা। উৎসবমুখর পরিবেশে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মাইকিং আর প্রার্থীদের গুণগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে পৌর এলাকা জুড়ে। আনন্দে আমেজে ভাসছে সীমান্তঞ্চল।

Back to top button