গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে ঘরের সব পুড়ে ছাই, অক্ষত কোরআন শরীফ!

সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে রক্ষিত আসবাবপত্রসহ সব পুড়লেও অক্ষত রয়ে গেছে পবিত্র কোরআন শরীফ। এমনকি অলৌকিকভাবে বেঁচে গেছেন ঘরের লোকজন। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জর (চনকিত্তা) এলাকায়।

জানা যায়, শুক্রবার ভোরে পরিবারের লোকজন যখন ঘুমে- এ সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। আলো দেখে তাৎক্ষণিক সবাই ঘুম থেকে উঠে নিজেরা চিৎকার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে গোলাপগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাড়ির কেউ হতাহত হননি।

স্থানীয় সাংবাদিক রুহিন আহমদ জানান, অগ্নিকাণ্ডে ঘরে থাকা সোফাসেটসহ সব মূল্যবান জিনিসপত্র ও জরুরি কাগজপত্র পুড়ে গেলেও শুধু অক্ষত ছিল পবিত্র কোরআন শরীফ। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত সাংবাদিক রুহিন আহমদ।

গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়সল বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি।

Back to top button