খোলা জানালা

ইউনিভার্সিটি CAS লেটার দিলেই লন্ডনের স্টুডেন্ট ভিসা কনফার্ম!

আবিদ রহমান অনিকঃ ইউনিভার্সিটি CAS লেটার দিলেই ভিসা কনফার্ম! এম্বেসি জটিলতা নেই বললেই চলে। যেমনঃ ফান্ড না দেখালেও চলবে, ইংরেজি দক্ষতা ইউনিভার্সিটি এপ্রোভ করবে, পিএইচডি ডিগ্রির উপরের ৮ বছরের সময়সীমা প্রত্যাহার ইত্যাদি ইত্যাদি। প্লাস বোনাস হিসেবে ২ বছরের PSW আগামী বছর থেকে চালু হচ্ছে।

বর্তমান পরিবর্তন এর পর ইউকে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়ায় এর চেয়ে বেশি নমনীয়তা আর আসবে বলে মনে হয় না
যারা বিলেতে পাড়ি জমাতে চাও অবশ্যই আগামী বছরের সেশনগুলোকে টার্গেট করতে পারো

তবে হ্যা বর্তমান ইকোনমিক সিচুয়েশনকেও মাথায় রাখতে হবে। কাজ পেতে জটিলতা হবে বিধায় আত্মীয়-স্বজন বিলেতে থাকলে কষ্ট লাঘব হবে।

সবার জন্য শুভকামনা।

(ফেসবুক থেকে সংগৃহিত)

Back to top button