আন্তর্জাতিক
লন্ডনে সড়ক দুর্ঘ টনায় প্রা ণহানি সিলেটী দম্পতির
নিউজ ডেস্ক- যু ক্তরাজ্যের বার্মিংহামে ম র্মা ন্তিক এক সড়ক দুর্ঘ টনায় কবলে পড়ে এক বাংলাদেশি দম্পতি ঘটনাস্থলেই নি হত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বার্মিংহামের একটি মোটরওয়েতে এ ঘটনা ঘটে। নি হতরা হলেন, আব্দুর রহমান মুয়িম (৪৫) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৭)।
গৃহবধূর স্বজন আব্দুল খালিক জানান, আমা র ভাগ্নি, পাপিয়া ও উনার স্বামী সড়ক দুর্ঘ টনায় ঘটনাস্থলেই নি হত হয়েছেন। পাপিয়ার বাবার বাড়ি সিলেটের মৌলভীবাজার জে লার সদর উপজে লার বাজরাকোনা গ্রামে এবং স্বামীর বাড়ি রাজনগর উপজে লার বিনয়শ্রী (কদমহাটা) গ্রামে।