মৃ ত নারীদের ধ র্ষণ করতো ছে লেটি!
ছে লেটির বয়স মাত্র ২০। মামা র সঙ্গে সহযোগী হিসেবে ম র্গে কাজ করতো সে। নাম মুন্না ভগত। কিন্তু জঘন্যতম একটি অ প রাধের অ ভিযোগে তাকে গ্রে প্তার করেছে পু লিশের অ প রাধ ত দন্ত বিভাগ-সিআইডি। তার বি রুদ্ধে অ ভিযোগ— ম র্গে থাকা মৃ ত নারীদের ধ র্ষণ করতো সে। সিআইডির কর্মক র্তারা জানান, বিভিন্ন স্থান থেকে যেসব লা শ ময়নাত দন্তের জন্য ম র্গে নেওয়া হতো, সেসব লা শের মধ্য থেকে মৃ ত নারীদের ধ র্ষণ করতো মুন্না।
সিআইডির অ তিরিক্ত উপ-মহাপরিদর্শক সৈয়দ রেজাউল হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
সিআইডি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রে প্তার হওয়া মুন্না ভগত সোহরাওয়ার্দী হাসপাতা লের ম র্গে ডোম জতন কুমা র লালের সহযোগী হিসেবে কাজ করতো। গত দুই-তিন বছর ধরে সে ম র্গে থাকা মৃ ত নারীদের ধ র্ষণ করে আসছিল। সম্প্রতি এরকম একটি অ ভিযোগ পেয়ে মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রে প্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না মৃ ত নারীদের ধ র্ষণের কথা স্বীকার করেছে।
সিআইডির এক কর্মক র্তা জানান, মৃ ত নারীদের ধ র্ষণ করা পৃথিবীর জঘন্যতম একটি কাজ। সুস্থ ও স্বাভাবিক কেউ এমন জঘন্যতম কাজ করতে পারে না। গ্রে প্তার হওয়া মুন্না বি কৃত মানসিকতার। তা না-হলে এমন কাজ তার করার কথা নয়।
সোহরাওয়ার্দী হাসপাতা লের ম র্গে দায়িত্বরত ডোম ও মুন্নার মামা জতন কুমা র লাল জানান, মুন্না গত দুই/তিন বছর ধরে তা
র সহযোগী হিসেবে ম র্গে কাজ করতো। তার বাবার নাম দুলাল ভগত। গ্রামের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে। সে আরও দুই/তিন জনের সঙ্গে ম র্গের পাশে একটি কক্ষেই রাতে থাকতো।তিনি জানান, মুন্নাকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল নম্বরও বন্ধ। একারণে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থা নায় একটি সাধারণ ডায়েরি (নম্বর- ১২৩৬) দায়ের করেছেন।
মুন্নার বি রুদ্ধে মৃ ত নারীদের ধ র্ষণের অ ভিযোগ প্রসঙ্গে জতন লাল কুমা র বলেন, ‘মুন্না মাঝে মধ্যে গাঁজা বা নে শাটেশা করতো। কিন্তু এরকম একটি কাজ সে করতে পারে, তা ভাবতেই পারছি না।’