বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ৭ দিনে ৭ করো না রোগী সনাক্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে গত ৭ দিনে ৭ জন করো না ভাই রাসে আ ক্রান্ত রোগীর খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। আজ সোমবার তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
এনিয়ে উপজে লায় করো না আ ক্রান্ত রোগীর সংখ্যা ৪৫৩ জন। উপজে লায় মাঝখানে করো না আ ক্রান্ত রোগীর সংখ্যা কমে গেলেও গত কয়েকদিন উপজে লাজুড়ে জ্বর সর্দি কাশি নিয়ে ভুগছেন অনেকেই। তাদের মধ্যে অনেকেই করো না সনাক্তের পরীক্ষা করালে তাদের ফলাফল পজিটিভ আসে।
উল্লেখ্য, উপজে লা জুড়ে আ ক্রান্ত ৪৫৩ জন রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১৩ জন, মৃ ত্যুবরন করেছেন ২৪ জন।