চিরকুমা র বীর মুক্তিযোদ্ধার মৃ ত্যুর পর মে য়ের ‘জন্ম’, তুলছে ভাতা!
নেত্রকোনার ম দনে চিরকুমা র প্রয়াত মুক্তিযোদ্ধার মে য়ে পরিচয়ে ভাতা, বোনাসসহ অন্যান্য সুবিধা নেওয়ার অ ভিযোগ উঠেছে তার ভাতিজির বি রুদ্ধে। সম্প্রতি জে লা প্রশাসক ও উপজে লা নির্বাহী কর্মক র্তা বরাবর জনৈক এক বীর মুক্তিযোদ্ধা এ ব্যাপারে লিখিত অ ভিযোগ দায়েরের পর বিষয়টি সবার সামনে উঠে আসে।
অ ভিযোগ পত্র থেকে জানা যায়, উপজে লার মাঘান ইউনিয়নের জঙ্গলডেমা রগাতি গ্রামের মৃ ত আওলাদ হোসেন চৌধুরীর সন্তান জহিরুল হোসেন চৌধুরী ওরফে মতিন চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন (গেজেট নং-২৪১৪), মুক্তিবার্তা নং-০১১৬০৯০৩২৭। পরবর্তী সময়ে তিনি অবিবাহিত থাকা অবস্থায় মা রা যান।
কিন্তু উপজে লা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ও তৎকালীন মাঘান ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হবুর জোগসাজশে জহিরুল হোসেন চৌধুরীর ছোট ভাই মিলন চৌধুরীর মে য়ে তানিয়া শারমিন তন্বীকে ‘তানিয়া’ নামে জহিরুল হোসেন চৌধুরীর মে য়ে পরিচয় দিয়ে ভু য়া জন্ম নিবন্ধন তৈরি করে দেয়। সেই নিবন্ধন মূলে ২০১৩ সালে তানিয়াকে কোনও প্রকার ত দন্ত ছাড়াই জমাকৃত অর্থ উত্তোলনের ছাড়পত্র ও নতুন ব্যাংক হিসাব খোলার অনুমতি দেয় উপজে লা প্রশাসন।
এরপর থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মিথ্যা পরিচয়ে মাসিক ভাতা, উৎসব ভাতা, বোনাসসহ বিভিন্ন সুবিধা ভোগ করে আসছে তানিয়া। যা সম্পূর্ণরূপে মুক্তিযোদ্ধা পোষ্য আইনের পরিপন্থি। এ ঘটনা জানাজানি হওয়ায় ফুঁসে উঠেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে এধরনের ঘটনার দ্রুত ত দন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
উপজে লা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাদিস উদ্দিন দুলাল ও সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আরশুজ্জামান খান বলেন, কয়েকজন দু র্নীতিবাজ ও অসৎ মুক্তিযোদ্ধা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তৎকালীন কিছু কর্মক র্তার জোগসাজশে রাষ্ট্রের সাথে এই প্রতারণা করা হয়েছে।
তিনি আরও বলেন, আম রা ব্যক্তিগতভাবে জহিরুল হোসেন চৌধুরীকে চিনি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
উনি অবিবাহিত ছিলেন। কিন্তু চিরকুমা র এই মুক্তিযোদ্ধার মৃ ত্যুর পর যখন তার ব্যাংক হিসাব বন্ধ করে দেয়ার কথা তখন ভাতা, বোনাসসহ অন্যান্য সুবিধা নেওয়ার জন্যে ভাতিজিকে মে য়ে পরিচয় দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে এবং প্রতিনিয়ত ভাতা উত্তোলনসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে।
এ ব্যাপারে জন্মনিবন্ধন প্রদানকারী মাঘান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবু বলেন, জহিরুল হোসেন চৌধুরী চিরকুমা র ছিলেন। কিন্তু আমি তা জানতাম না। এই পরিবারটি এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি পরিবার। এমন সনামধন্য পরিবারের লোকজন আমা র কাছে মিঠা বলে নিবন্ধন করিয়ে নিয়েছে। এটা আমি নিবন্ধন দেয়ার কয়েকদিন পর জানতে পারি।
অ ভিযু ক্ত তানিয়া শারমিন তন্বীর পিতা মিলন চৌধুরী জানান, আমা র ভাই বীর মুক্তিযোদ্ধা জহিরুল হোসেন চৌধুরী অবিবাহিত ছিলেন। কিন্তু ভাতা উত্তোলনের বিষয়টি জানতে চাইলে তিনি মোবাইল ফোন কে টে দেন। পরে বারবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
উপজে লা সমাজসেবা কর্মক র্তা শাহ জামান আহম্মেদ বলেন, এ ব্যাপারে একটি অ ভিযোগ নির্বাহী কর্মক র্তা মহোদয় আমাকে ত দন্ত করার দায়িত্ব দিয়েছেন। উপজে লা ভা রপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউএনও বুলবুল আহমেদ জানান, এ ব্যাপারে একটি লিখিত অ ভিযোগ পেয়েছি। ভাতা বন্ধ রাখার জন্য ব্যাংকে চিঠি দেয়া হয়েছে। বিষয়টি ত দন্তাধীন রয়েছে।