ইমিগ্রেশন পু লিশের সহায়তায় লন্ডনে সিলেটের তরুনীকে পাচার!
নিউজ ডেস্কঃ বিয়ে করার কথা বলে সিলেটের এক তরুণীকে (২২) যু ক্তরাজ্যে পাচারের চেষ্টা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জাইন দীন (৪৫) নামে এক ব্যক্তি। ভুক্তভোগী তরুণীকে পাচারের জন্য ব্যবহার করা হয়েছে রুবিনা নামে একটি ব্রিটিশ পাসপোর্ট। ইমিগ্রেশন পু লিশের কয়েকজন অসাধু সদস্যের সহযোগিতায় ভুয়া পাসপোর্টে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পার করতে পারলেও লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গিয়ে ধ রা পড়েন ওই তরুণী। পাসপোর্ট আ ট ক রেখে বিমানবন্দর থেকেই তাকে দেশে ফেরত পাঠায় লন্ডন পু লিশ।
পু লিশ সূত্রে জানা গেছে,২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরত আসেন ঘটনার শিকার তরুণী। এরপর ২৩ ফেব্রুয়ারি সিলেট বিমানবন্দর থা নায় জাইন দীন,মোকারম ও আশরাফ নামে তিন ব্যক্তির বি রুদ্ধে মানবপাচারের আইনে মা মলা করেন তিনি। সেই মা মলার ত দন্তে নেমে পু লিশের অ প রাধ ত দন্ত বিভাগ (সিআইডি) আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।
সিআইডির সূত্র বলছে,২০১৮ সালের শেষের দিকে লন্ডনি যুবক মোকাররম আলীর সঙ্গে প্রে ম হয় সিলেটের দক্ষিণ সুরমা থা না এলাকায় বসবাসকারী এই তরুণীর। মে য়েটির সঙ্গে মোকাররমকে পরিচয় করিয়ে দেন তার আত্মীয় আশরাফ ওরফে বেনু। মোকাররমের দেশের বাড়িও সিলেটে। তার বাবা লাল দীঘির পাড় হকাস মা র্কে টে কাপড়ের ব্যবসা করেন। তরুণী সিলেটের একটি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী। প্রে মের এক পর্যায়ে মোকাররম তাকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি কিছুদিনের মধ্যে মে য়ের পারিবারিক পর্যায়ে গড়ায়। মে য়েটির মা-বাবা সিদ্ধান্ত নেন, পরের বছর (২০১৯) ১৪ ফেব্রুয়ারি মোকাররমের কাছে লন্ডনে যাবেন তাদের মে য়ে। সেখানেই বিয়ের পর তারা সংসার করবেন। কিন্তু মোকাররম ছুটি না পাওয়ার অজুহাত দিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জাইন দীনের সঙ্গে তরুণীকে লন্ডন যেতে বলেন। পাসপোর্ট ও ভিসা সহ সব ব্যবস্থা করবেন জাইন দীন বলে মে য়েটিকে জানায় মোকাররম।
সিআইডি জানায়, ইংল্যান্ডে জন্ম নেওয়া জাইন দীনের বাড়িও সিলেটে। তবে তিনি বা তার কেউই দেশে থাকেন না। এর আগে তিনি তিন-চার বার দেশে এসেছিলেন।
সিআইডি কর্মক র্তারা বলছেন, একই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে নারীপাচারের অ ভিজ্ঞতা তার আগেও ছিল। এই তরুণীকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ২০১৯ সালে ৮ ফেব্রুয়ারি জাইন দীন বাংলাদেশে আসেন। তার পাসপোর্ট নম্বর ৫২১৫৬১৭০৫। পরে একই বছরের ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী তরুণীকে নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন জাইন। যাত্রার আগে তরুণীর হাতে ধরিয়ে দেন অন্য এক নারীর ব্রিটিশ পাসপোর্ট।
২০১৯ সালে ২৩ ফেররুয়ারি দায়ের করা মা মলার এজাহারে বাদী ওই তরুণী অ ভিযোগ করেন, তার কাছে থেকে মোকাররম পাসপোর্ট ও ভিসার জন্য শুধু ছবি নিয়েছিলেন। পরে ১১ ফেব্রুয়ারি রুবিনা খাতুন নামে তার নিজের ছবি সম্বলিত একটি ব্রিটিশ পাসপোর্ট তাকে ধরিয়ে দেন জাইন দীন। সেই পাসপোর্টেই ১৪ ফেব্রুয়ারি বিকাল ৫টায় বিজি ৪০৬ বিমান যোগে সিলেট থেকে লন্ডন যান তারা।
সিআইডি বলছে, বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরাতেও জাইন দীনের সঙ্গে এই নারীকে বিমানবন্দর পার হতে দেখা গেছে।
সিআইডি আরও জানায়,২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি জাইন দীনের সঙ্গে রুবিনা নামে কোনও নারী দেশে আসেনি। তবে ব্রিটিশ ওই পাসপোর্টটি ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মক র্তার সহায়তায় এন্ট্রি করিয়ে নেন জাইন। পরবর্তীতে দেশে এন্ট্রি করা এই পাসপোর্ট নিয়ে বাংলাদেশ ত্যাগ করেন ভুক্তভোগী তরুণী।
স ন্দেহের তালিকায় ইমিগ্রেশন পু লিশের একাধিক কর্মক র্তা
সিআইডির ত দন্তে উঠে এসেছে, ব্রিটিশ নারীর পাসপোর্ট দেশে এন্ট্রি করানো এবং তার ৬ দিন পর ওই ভুয়া পাসপোর্টের আড়ালে ভুক্তভোগী তরুণীকে বিদেশে পাঠানোর পেছনে সিলেট ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশনের একাধিক কর্মক র্তা জড়িত থাকতে পারেন। কারণ, ইমিগ্রেশনের সহায়তা ছাড়া এ কাজ সম্ভব নয়। এ কাজে মোটা অঙ্কের টাকাও লেনদেন হয়েছে বলে ধারণা সিআইডির। বিনিময়ে অসদুপায় অবলম্বন করে মালিক ছাড়াই ই-পাসপোর্টটি এন্ট্রি দেখানো হয়েছে। পরে ভিকটিম তরুণীকে নিয়ে যাওয়ার দিন পাসপোর্টধারী ব্যক্তির নাম-পরিচয় যাচাই না করেই ছেড়ে দেওয়া হয়েছে। নারীপাচারের এ কাজে বিমানবন্দরে একই কর্মক র্তারা ডিউটিতে ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করছে সিআইডি।
জানতে চাইলে সিলেট বিমানবন্দর ইমিগ্রেশন পু লিশের ওসি সাইফুল ইস লাম জানান,এই বিষয়ে তার কিছুই জানা নেই। ওই সময়ে তিনি নিজে ডিউটে ছিলেন না।’
জাইন দীনকে ধরতে ইন্টারপোলের সহযোগিতা
পু লিশের অ প রাধ ত দন্ত বিভাগ-সিআইডি ভুক্তভোগী তরুণীর বরাত দিয়ে বলছে, এই তরুণী যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়, সেখানকার ইমিগ্রেশন পার হতে গিয়ে ধ রা পড়েন। ঠিক তখনই তার সঙ্গে থাকা জাইন দীন সট কে পড়েন। ব্রিটিশ পাসপোর্টটি রেখে দিয়ে তরুণীকে দেশে ফেরত পাঠায় লন্ডন পু লিশ। ২ লাখ ৬২ হাজার টাকা বিমান ভাড়া দিয়ে স্বজনরা তাকে বাড়ি নিয়ে আসেন। সিআইডি ত দন্তে নেমে প্রথমেই ইন্টারপোলের মাধ্যমে লন্ডন পু লিশের কাছে জাইন দীন ও মোকাররম স ম্পর্কে তথ্য জানতে চায়। দীর্ঘদিন পর লন্ডন পু লিশ জাইন দীনের বিষয়ে খোঁজ-খবর নিয়ে সিআইডিকে মেইল করে। জাইন দীন এ ঘটনার সঙ্গে কী ভাবে জড়িত সিআইডির কাছে তা জানতে চেয়েছে লন্ডন পু লিশ।
এই মা মলার তদারকি কর্মক র্তা সিআইডির অ তিরিক্ত পু লিশ সুপার এ কে এম আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আম রা লন্ডন পু লিশের কাছে থেকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি একটা মেইল পেয়েছি। ফিরতি মেইলে জাইন দীনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলতে চেয়েছি। তাদের সঙ্গে কথা বলতে পারলে এ ঘটনার আরও বিস্তারিত জানা যাবে। মা মলা ত দন্তের স্বার্থে এখনই এ বিষয়ে আম রা বিস্তারিত বলতে পারছি না।’
অ ভিনব পদ্ধতিতে নারীপাচারের বিষয়ে ব্র্যাকের অ ভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল ইস লাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ রকম ঘটনা যে শুধু এই একটা তা নয়, আরও কয়েকটা ঘটনা ঘটেছে। এ বিষয়গুলো যাদের নজরদারি করার কথা, সেই জায়গায় সিস্টেমের বদলে মানুষটাই যদি দু র্নীতিগ্রস্ত হয়ে যায়, তাহলে বিষয়টি অ ত্যন্ত দুঃখজনক। এসব ঘটনায় ইমিগ্রেশন পু লিশ যদি যু ক্ত থাকে, তাদের জন্য শা স্তিটা আরও বেশি হওয়া উচিত। কেননা, যারা দায়িত্বে আছেন, তারা যদি এগুলো ঘটান, তাহলে কী ভাবে হবে।’ তিনি বলেন,‘সিলেটে থেকে যেহেতু লন্ডনে সরাসরি ফ্লাইট যায়, সে কারণে সিলেটে এমন ঘটনাও বেশি। সেক্ষেত্রে সিলেট ইমিগ্রেশন পু লিশকে ঢেলে সাজানো উচিত বলে আমি মনে করি।’ সৌজন্যঃ bangla tribune