বড়লেখা

করোনা নিয়ে বড়লেখায় এখনো যে সুখবর

আশফাক জুনেদ,বড়লেখাঃঃ সারাদেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখায় চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসের তান্ডব। প্রায় প্রতিদিনই কেউ না কেউ আক্রান্তের খবর আসছে।বুধবার নতুন করে উপজেলায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এনিয়ে উপজেলায় মোট ৫৫ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।তবে আশার আলো বড়লেখায় করোনা আক্রান্ত হয়ে এখনো কোন রোগীর মৃত্যু হয়নি।প্রাণঘাতী এই ভাইরাস থেকে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে উঠছেন।উপজেলায় এ পর্যন্ত ২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

হাসপাতাল সুত্রে জানা যায়,গত ২৫ এপ্রিল বড়লেখায় প্রথম এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর সংক্রমনের ৬৭ তম দিনে এ পর্যন্ত উপজেলায় ৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।তবে এখন পর্যন্ত বড়লেখায় করোনা নিয়ে যে সুখবর তা হলো করোনা আক্রান্ত হয়ে কোন রোগী মৃত্যুবরণ করেননি। পার্শবর্তী জুড়ী বা বিয়ানীবাজার উপজেলায় করোনায় মৃত্যু থাকলেও এখনো উপজেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি।সেই হিসাবে এখন পর্যন্ত করোনা নিয়ে এটা বড়লেখাবাসীর কাছে সুখবর বলাই যেতে পারে।

এছাড়া বড়লেখায় করোনা শনাক্ত একজনের অবস্থা কিছুটা সংকটাপন্ন হলেও বাকিদের কারও অবস্থাই সংকটাপন্ন নয় বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস বিয়ানীবাজার টাইমসকে জানান,গত ২৫ এপ্রিল বড়লেখা উপজেলার কাশেমনগরে প্রথম এক যুবকের করোনা শনাক্ত হয়।এর পর এখন পর্যন্ত ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছেন।এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন বাকিরাও সুস্থ হওয়ার পথে।তবে বড়লেখায় আশার আলো করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।

Back to top button