বড়লেখা

বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক পার

নিজস্ব প্রতিবেদক::মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও ৭ জন করোনা (কোভিড-১৯) সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।মঙ্গলবার রাতে ঢাকা থেকে পাওয়া প্রতিবেদনে ৫ জন এবং বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাওয়া প্রতিবেদনে আরো দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নতুন করে শনাক্ত ৭ জনের মধ্য থেকে নারীসহ দুইজন জ্বর, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন এবং অপর ৫ জন নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। নতুন ৭ জন নিয়ে বড়লেখায় করোনা আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক পার করলো।উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৫৫ জন। বড়লেখা উপজেলা স্বাস্থ্য বিভাগ বুধবার(১ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বুধবার(১জুলাই) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করে জানান, ‘নতুন করে ৫জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনের করোনা পজিটিভ প্রতিবেদন পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে ২ জন নারী ও ৫জন পুরুষ। তাদের মধ্য থেকে ১ জন নারী ও ১ জন পুরুষ জ্বর কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে সিলেটের নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন। বাকি ৫ জনের শরীরের করোনার মৃদু উপসর্গ রয়েছে। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। নতুন শনাক্তদের বাসা/বাড়ি লকডাউন করা হয়েছে।’

Back to top button