জুড়ী

জুড়ীতে ৬জনের করোনা শনাক্ত

জুড়ী প্রতিনিধি- ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও উপজেলা প্রশাসনে কর্মরত একজনসহ জুড়ীর একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে এ ফলাফল পাওয়া যায়।

সুত্র জানায়, শনাক্ত পাঁচজনের নমুনা গত ১৭ জুন সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আর একজনের নমুনা গত ৯ জুন সংগ্রহ করা হয়।

শনাক্তদের মধ্যে একজন (৩০) জুড়ীর জনতা ব্যাংকের কর্মকর্তা। তাঁর মৃদু উপসর্গ আছে। তিনি শহরের একটি বাসায় ভাড়া থাকেন। আরেকজন (২৮) জুড়ী উপজেলা প্রশাসনের একটি অফিসে কর্মরত। তাঁর বাড়ী নরসিংদী জেলায়। তিনি উপজেলা পরিষদের আবাসিক ভবনে থাকতেন, তবে তাঁর কোন উপসর্গ নেই। এ দুইজনকে পৃথক স্থানে আইসোলেশনে রাখার ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আরেকজন শনাক্ত স্বাস্থ্যকর্মী (৩২)। তাঁর বাড়ী সাগরনাল ইউনিয়নের কাশিনগর এলাকায়।

শনাক্ত একজন ব্যবসায়ীর (৩২) বাড়ী জুড়ী শহরের স্টেশন রোড এলাকায়। একজন (৫৮) জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের উপজেলা পরিষদের গেট সংলগ্ন। ওপর ব্যক্তির (৫৮) বাড়ী সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ নতুন ছয়জন শনাক্তের তথ্য নিশ্চিত করেছেন।

Back to top button