জৈন্তা

জৈন্তাপুরে স্বচ্ছ সোশ্যাল অর্গানাইজেশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্বচ্ছ সোশ্যাল অর্গানাইজেশন’র উদ্যোগে ২৩০ জন হতদরিদ্রদের মধ্যে ঈদ উপলক্ষে উপহার হিসেবে পুষাক বিতরণ করে স্বচ্ছ সোশ্যাল অর্গানাইজেশন সামাজিক সংগঠন । জৈন্তাপুরে মূমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজনে স্বচ্ছ অর্গানাইজেশনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদাতা ম্যানেজ করে রোগিদের রক্ত ম্যানেজ করে দিয়ে আসছে ।

এছাড়া প্রতি বছরই তারা নিজেদের জমানো অর্থ দিয়ে অসহায় মানুষের সহযোগিতা করে আসছে৷ বিভিন্ন দূর্যোগে তারা নিজ উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়ায় ৷ কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে অসহায় হয়ে পড়া মানুষদের ঈদে কিছুটা আনন্দ দিতে তারা ২ শত ৩০ জনকে জামা কাপড় বিতরণ করে ৷ জৈন্তাপুরের স্বচ্ছ গ্রুপের শুভাকাঙ্কীরা কয়েকটি দোকান থেকে জামা কাপড় চেয়ে তা সংগ্রহ করে তারা বাচ্চাদের মাঝে বিতরণের কাজ শুরু করে তাদের এমহতি কাজে অনুপ্রাণীত হয়ে স্বচ্ছের কিছু শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়ান ।

সুবিধাবঞ্চিত এসব ছেলে ও মেয়ের কাপড়, অসহায় মেয়েদের জন্য থ্রি পিছ, বৃদ্ধ মহিলা পুরুষের জন্য শাড়ি ও লুঙ্গী সহ মোট ২ শত ৩০ জনের মাঝে প্রতিদিন রাতে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌছে দেন স্বচ্ছ’র স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা এবং তাদের বিতরণ কার্যক্রম ২৩ মে শনিবার সমাপ্ত করে ৷ এছাড়া বাংলাদেশে করোনাভাইরাস দেখা দেয়ার পর বেশ কয়েকটি মসজিদে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা রাখতে হাত দোওয়ার উপকরন বিতরন করে।

Back to top button