বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার সুপাতলায় প্রবাসীদের অর্থায়নে ১৫০ পরিবারে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ

বিয়ানীবাজারঃ বৈশ্বিক নভেল করোনা ভাইরাসের প্রর্দুভাবের কারনে কর্মহীন অসহায় মানুষের মাঝে সুপাতলা সূর্যতরুন সংঘের সাবেক খেলোয়াড প্রবাসী কবির হোসেন, রেজাউল হক ও মোঃ রাসেল খান এর অর্থায়নে সুপাতলা সূর্য তরুণ সংঘের সার্বিক সহযোগিতায় সুপাতলা গ্রামের ১৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ঈদ উপহার বিতরণ করা হয়।

শুক্রবার (২২ মে) দুপুরে সমাজসেবী আলহাজ্ব বাজিদুর রহমানের সভাপতিত্বে ও মোঃ রায়হান খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।

বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আতিকুল ইসলাম, বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র (৩) রুশনা বেগম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কাইয়ুম, খন্দকার লোকমান হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল কাদির, মাশুক আহমেদ, হামিদুর রহমান, আব্দুল হক, এনামুল হক, ফখরুল ইসলাম বাবু, সাবেক ক্রিকেটার সাব্বির আহমদ, সূর্য তরুণ সংঘের সদস্য কাওসার, দেবাশীষ, হোসাইন রনি রহমান, রাসেদুল ইসলাম রাসেল, মান্না ঘোষ, শাহীন আহমেদ, আলী আহমেদ, মোস্তাফিজুর রহমান রিফাত, সুমেল আহমেদ, এমএইচ কাউসার, আব্দুল আলিম, আব্দুল হাকিম সাজু, আহমেদ তারেক আহমেদ, দীপ্ত কুমার, আব্দুল আলী লিটন, এ,বি নাসির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জামাল হোসেন বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। বিশেষ করে প্রবাসীরা নানা প্রতিকূলতার মধ্যে থেকেও দেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। এ দুঃসময়ে প্রবাসীদের এ দানকে আল্লাহ কবুল করেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে সবাই ঘরে থাকুন। জীবন নিরাপদ রাখুন।

Back to top button