বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবীদের সহযোগীতায় করোনায় আক্রান্ত মৃত কাশেমের দাফন সম্পন্ন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত পল্লী চিকিৎসক আবুল কাশেমের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার তিলপাড়া ইউনিয়িনে মৃতের গ্রামের বাড়ি মাটিজুরা মালোপাড়া জামে মসজিদে তার জানাযা শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। দাফনে বিয়ানীবাজার পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য কর্মতাদের নির্দেশনায় একদল স্বেচ্ছাসেবীরা অংশগ্রহন করেন।

স্বেচ্ছাসেবীরা হলেন, হাঃ মৌঃ নজরুল ইসলাম, রুহিন চৌঃ ফরহাদ, পলাশ আফজাল, আবুল কাশেম চৌঃ, সৈয়দ খালেদ, শামীম আহমদ, হাঃ মৌঃ ফয়সল আহমদ, হাঃ মৌঃ আবু সাঈদ, মৌঃ জামিল আহমদ, রেদওয়ান আহমদ, হাঃ জাহেদ আহমেদ, গোলাম রব্বানী মাসুম।

এ সময় বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ উপস্থিত থেকে দাফনকাজ সম্পাদন করেন।

Back to top button