বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে কেউ এখন ভিক্ষা দেয় না তাদের, তাই ত্রাণের জন্য ঘুরছেন?

মহসিন রনিঃ বিয়ানীবাজারের প্রধান সড়কের পাশে রাস্তায় লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। প্রতিদিন দু’এক টাকা সাহায্য নিয়ে নিজের আহার জোগান তিনি। তবে সম্প্রতি করোনা ভাইরাসের কারনে লোকসমাগম না থাকায় অনেকটায় অসহায় হয়ে পড়েছে সমাজের এই মানুষ গুলো। মাঝে মধ্যে বাজারে ছুটে আসেন, তবে এখন আর ভিক্ষার জন্য আসেন না ত্রান পাওয়ার জন্য ঘুরে বেড়ান একটি লাঠিতে ভর করে।

চোখে মুখে দুশ্চিন্তা দেশের এই ক্রান্তিলগ্নে পেটে আহার পড়বে তো? তবে নিজেদের মানিয়ে নিয়েছেন দেশের এই পরিস্থিতির সাথে ইতিমধ্যে এক সাপ্তাহের বেশি সময় পার করেছেন এভাবে। তবে তাদের বিশ্বাস দেশের মানুষ আবারও আগের মত যার যার কাজে ফিরবে।

ব্যাস্ত তম এই শহরে আগের রুপ না থাকলেও ভিক্ষা করা এই মানুষ গুলো এখনো আছেন। সুযোগ পেলেই পেটের দায়ে ছুটে আসেন বাজারে একটি টাকা কিংবা একটু ত্রান পাওয়ার জন্য।

সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এক বেলা পেট ভরে খেতে পারবে কর্মহীন এ সব মানুষ।

Back to top button