বিশ্বনাথ

বিশ্বনাথে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

টাইমস ডস্কঃঃ করোনাভাইরাসকে পুঁজি করে সিলেটের বিশ্বনাথ নতুন ও পুরাতন বাজারসহ উপজেলার প্রায় সবক’টি হাট বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। এজন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহলও উদ্বিগ্ন। বিভিন্ন ভাবে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।

শনিবার (২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ্বনাথ নতুন বাজারের মাসুক ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা, রউফ ট্রেডার্সকে ২ হাজার টাকা, কালীগঞ্জ বাজারের আঙ্গুর আলী ভেরাইটিজ স্টোরকে দেড় হাজার টাকা, জয় ভেরাইটিজ স্টোরকে ৪ হাজার টাকা, জাবেদ ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. কামরুজ্জামান। এসময় তার সঙ্গে ছিলেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা ও ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী।

Back to top button