বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট ক্যাম্পের একটি দল মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃতে ইয়াবাসহ ২ মা'দক ব্যবসায়ীকে আ'ট'ক করে র্যা'ব-৯।
সোমবার দুপুর ১টায় গো'পন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার চারখাই বাজার থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মা'দক ব্যবসায়ীকে আ'ট'ক করেন।
আ'ট'ককৃত আসামী গোয়াইনঘাটের ইস'লামপুরের মো. আব্দুল লতিফের ছে'লে মো. খলিলুর রহমান (৩০), একই উপজে'লার আলমনগরের মো. ফরিদ মিয়ার ছে'লে রিপন (২৪)।
আ'ট'ককৃত আসামীদেরকে সিলেট জে'লার বিয়ানীবাজার থা'নায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন র্যা'ব-৯ এর অ'তিরিক্ত পু'লিশ সুপার মো. মনিরুজ্জামান।