নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা থেকে ৬৭৫ পিস ইয়াবাসহ সুনাম উদ্দিন (৪০) নামে ১ পেশাদার মা'দক ব্যবসায়ীকে আ'ট'ক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি নাহিদ হাসানসহ র্যাব-৯ এর একটি দল অ'ভিযান চালিয়ে বড়লেখা উপজে'লার অফিস বাজার থেকে মা'দক বিক্রয়লব্ধ ১৩ হাজার ২৭০ টাকাসহ তাকে আ'ট'ক করে। আ'ট'ক ব্যাক্তি বড়লেখার সুজাউর গ্রামের মৃ'ত রশিদ আলীর ছে'লে।
উ'দ্ধারকৃত আলামতসহ তাকে বড়লেখা থা'নায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অ'তিরিক্ত পু'লিশ সুপার মো. মনিরুজ্জামান।